নীলফামারীর ডোমারে রেললাইনের ৭২টি ফিশপ্লেট ক্লিপ খুলে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা প্রধানপাড়ার দোলা এলাকায় এই ঘটনা ঘটে। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন। এ ঘটনায় ডোমার-চিলাহাটি রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
এলাকাবাসী জানায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে ওই এলাকায় রেললাইনের লোহালক্কর খোলার শব্দ শোনা যায়। এগিয়ে গিয়ে একদল দুর্বৃত্তকে রেললাইনের ফিশপ্লেট পিন খুলতে দেখা যায়। এ সময় লোকজন জোটবদ্ধ হয়ে ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।