বিশ্বে সবুজ কারখানার সর্বোচ্চ স্কোর বাংলাদেশি কোম্পানির

সমকাল প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:১৮

বিশ্বে সবুজ কারখানার সর্বোচ্চ স্কোর এখন বাংলাদেশের এসএম সোর্সিং নামে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের। গাজীপুরের এ কারখানার স্কোর ১০৬। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবি) গত মঙ্গলবার সবুজ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) স্বীকৃতির তালিকা প্রকাশ করেছে। এর আগে সর্বোচ্চ স্কোর ছিল ১০৪, যা যৌথভাবে বাংলাদেশের গ্রিন টেক্সটাইল এবং ইন্দোনেশিয়ার একটি কারখানার ছিল। স্কোরের দিক থেকে শীর্ষ ২১টি সবুজ কারখানার ১৯টিই এখন বাংলাদেশের। আর সর্বোচ্চ মানের ১০০ কারখানার মধ্যে বাংলাদেশে রয়েছে ৫৪টি। 


এই অর্জনকে বাংলাদেশ এবং পোশাক খাতের অনন্য অর্জন হিসেবে  দেখছে সংগঠন বিজিএমইএ। সংগঠনের সভাপতি ফারুকহাসান গতকাল বুধবার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের পোশাক শিল্পের কর্মক্ষেত্রের নিরাপত্তা মান নিয়ে এক সময় প্রশ্ন ছিল। সময়ের ব্যবধানে সরকার এবং উদ্যোক্তাদের প্রচেষ্টায় এ শিল্প আজ কর্মক্ষেত্রে নিরাপত্তা মানের দিক থেকে বিশ্বের রোল মডেল হিসেবে  মর্যাদা পাচ্ছে। তিনি বলেন, বৈশ্বিক ফ্যাশন শিল্পকে ১০ শতাংশ কার্বন নিঃসরণের জন্য দায়ী করা হয়। এ কারণে এই শিল্প জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ববাসীর সক্রিয় মনোযোগের মধ্যে রয়েছে। শিল্পায়নে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের উদ্যোগ ব্র্যান্ড ক্রেতাদের কাছে নির্ভরযোগ্য আমদানি উৎস হিসেবে বাংলাদেশের প্রতি আস্থা আরও বাড়বে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us