You have reached your daily news limit

Please log in to continue


নতুন বউ যেভাবে চলবেন শ্বশুরবাড়িতে

বিয়ের পরপরই ছোটখাটো বা সাধারণ পরিবর্তনগুলো মানিয়ে নিতে একটু অসুবিধায় পড়েন নারীরা। ঘর, আলমারি, খাবার টেবিল, খাবারের ধরন—সবকিছুতেই ভিন্নতা। একেক বাড়ির একেক নিয়ম। এমনকি দুজন মানুষের মনের মিল থেকে সম্পর্কের সূচনা হলেও সংসারজীবনে এসে অনেক ক্ষেত্রে আবিষ্কৃত হয় জীবনযাত্রার নানা অমিল। পরিচিত পরিসর ছেড়ে নতুনত্বে মানিয়ে নিতে নিজেকে যেমন একটু সময় দেওয়া প্রয়োজন, তেমন এই সময়ে নতুন পরিবারের কারও সঙ্গে খুটখাট লেগে গেলে, তা সহজভাবে সামলে নেওয়াও আবশ্যক। না হলে প্রথম জীবনের এই তিক্ততা রয়ে যেতে পারে পরবর্তী সময়েও।

সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মনের ভেতর কাউকে তুলনামূলক অবস্থানে বসানো যাবে না। নিজের মা-বাবা-ভাই-বোনের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের অমিল থাকবেই। বিষয়টাকে সহজভাবে নিন, নিজের নতুন পরিবার হিসেবে গ্রহণ করুন তাঁদের। নিজের জীবনের আবশ্যকতাগুলো নিজের মতো করেই পূরণ করে নেওয়ার মানসিক জোর থাকতে হবে। নিজস্ব জায়গাটুকুয় কাউকে অনধিকারচর্চা করার সুযোগ দেবেন না। আবার নিজস্বতা ধরে রাখতে গিয়ে কঠোর মনোভাবও প্রকাশ করবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন