রাজনীতির বিপাকে রবীন্দ্রনাথ ও বাঙালির সংস্কৃতি

আজকের পত্রিকা অজয় দাশগুপ্ত প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩, ১৬:২৯

কোনোভাবেই রবীন্দ্রনাথের গানের কথা বিকৃত করা যায় না। এটা বাঙালির প্রাণের আরাম, আত্মার শান্তির জায়গা। এই শান্তি কেড়ে নেওয়ার শক্তি মমতা দিদির তো বটেই, কোনো রাজনীতিকেরও নেই। যাঁরা তা করতে চেয়েছিলেন, তাঁরা কেউ সার্থক হননি। আমরা যারা দেশের বাইরে থাকি তারা আসলে মনে মনে একটু বেশি বাঙালি। বাংলাদেশে বা বাংলা ভাষার যেকোনো রাজ্যে কি হচ্ছে না হচ্ছে, তা নিয়ে অপার আগ্রহ আমাদের।


বাঙালি হওয়ার এক আপ্রাণ চেষ্টা থাকে প্রবাসীদের। হয়তো সে কারণে বাংলা বা বাঙালির ওপর আঘাত আমাদের ব্যথিত করে। মাঝে মাঝে দ্রোহী করে তোলে। কিন্তু মানতে হবে সমস্যা সমাধানের বীজতলা হচ্ছে বাংলা ভাষার দেশ—যার ভাষা বাংলা, যার জনগণের সিংহভাগ বাঙালি। কথাগুলো বলার কারণ, রাজনীতি যখন সর্বগ্রাসী আর সবকিছু দখল নিতে উদ্যত, তখন আমাদের অস্তিত্বও সংকটাপন্ন হয়ে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us