জার্মানির সাক্সনি-আনহাল্ট রাজ্যের নাগরিকত্বের জন্য কেউ আবেদন করলে তাকে ইসরায়েলের অস্তিত্বের অধিকারের স্বীকৃতি দেওয়ার বাধ্যবাধকতা চালু করা হয়েছে। এখন দেশটির অন্য রাজ্যগুলোতেও এই নিয়ম চালুর বিষয়ে আলোচনা চলছে।
নভেম্বরের শেষে আলেন্সবাখ নামে একটি গবেষণা সংস্থার জরিপে অংশ নেওয়াদের মধ্যে এক-তৃতীয়াংশ ইসরায়েলের প্রতি জার্মানির ঐতিহাসিক দায়বদ্ধতার পক্ষে মত দিয়েছে। তাছাড়া হামাসকে ধ্বংসে ইসরায়েলের বর্তমান অভিযানের প্রতি সমর্থন জানিয়েছে ৩৫ শতাংশ। অন্যদিকে, ইসরায়েলের সংযম দেখানোর পক্ষে মত দিয়েছে ৩৮ শতাংশ।