দেশের গুণী অভিনেতা আবুল হায়াত দেশে ছিলেন না প্রায় দুই মাস। ওই সময়ে তিনি স্ত্রী শিরিনা হায়াতকে নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় ঘুরে বেড়িয়েছেন। শুধু যে ঘুরে বেড়িয়েছেন তা নয়, যুক্তরাষ্ট্রে কয়েকটি নাটক ও বিজ্ঞাপনের শুটিংয়েও অংশ নিয়েছেন। হাসান জাহাঙ্গীর পরিচালিত সেই বিজ্ঞাপন ও নাটকগুলো শিগগিরই দেশের কোনো এক বেসরকারি চ্যানেলে প্রচারে আসবে।
সম্প্রতি আবুল হায়াত দেশে ফিরেছেন। ফিরেই অভিনয় করলেন বিজয় দিবসের একটি নাটকে। অরুণ চৌধুরী পরিচালিত নাটকটির নাম ‘স্মার্ট বাড়ি’। ঢাকাতেই হয়েছে এ নাটকের শুটিং। অভিনেতা বললেন, ‘দেশে ফেরার পরই নাটকটির স্ক্রিপ্ট হাতে আসে। পড়ে ভালো লাগে। গল্পটা দারুণ। যেখানে দেশপ্রেম এবং মূল্যবোধের বিষয়টি উঠে এসেছে। অভিনয় করেও প্রশান্তি পেয়েছি।’