দেব-সৃজিতের ছবিতে একসঙ্গে কাজ করবেন পরমব্রত ও অনুপম

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৫৩

বিনোদন দুনিয়ার হিসেবে-নিকেশই আলাদা। কোনো সম্পর্ক, কোনো বিবাদই এখানে চিরস্থায়ী নয়। সৃজিত মুখোপাধ্যায় এবং দেবের সম্পর্ক যে খুব মধুর, এমনটা কেউই বলবে না। কিন্তু সব ঝামেলা সরিয়ে রেখে জুন মাসে দু’জনে জানিয়েছিলেন, তারা একসঙ্গে ছবি করবেন। ধীরে ধীরে বিষয়টি পাকা হয়েছে। সৃজিত পরিচালিত থ্রিলারে দেব ও রুক্মিণী মৈত্র তো থাকছেনই, সঙ্গে যোগ দিচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। এই ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়। শোনা যাচ্ছে, ছবির নাম ‘টেক্কা’, প্রযোজনায় দেব এন্টারটেনমেন্ট। জানুয়ারি মাস থেকে ছবির কাজ শুরু হওয়ার কথা।


যখনই দেব এবং সৃজিতের ছবি বক্স অফিসে মুখোমুখি হয়েছে, অভিনেতা-পরিচালকের মধ্যে ছোটখাটো ঝামেলা হয়েছে। ব্যোমকেশের ‘দুর্গরহস্য’ নিয়েও দু’জনের মধ্যে মনোমালিন্য  চলেছিল। এ বছর পূজায়ও দেবের ‘বাঘা যতীন’ এবং সৃজিতের ‘দশম অবতার’ মুখোমুখি হয়েছিল। কিন্তু এ বার দু’জনের কোনো বাদানুবাদের খবর পাওয়া যায়নি। কারণ তার আগেই একসঙ্গে ছবি করার কথা জানিয়ে দিয়েছিলেন। দু’জনের ফ্যানক্লাবও তাই নেটমাধ্যমে কোনো লড়াইয়ে শামিল হয়নি। আসলে দেব ও সৃজিত দু’জনেই পেশাদার। তাই কাহিনি পছন্দ হলে সৃজিতের পরিচালনায় কাজ করতে কোনো আপত্তি নেই দেবের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us