মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বাড়িয়েছে ক্ষমতাসীন জান্তা বাহিনী। বিশেষ করে দেশটির অঞ্চলে এক মাসে জান্তা বাহিনীর হামলায় তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এমনটাই দাবি করেছে জান্তাবিরোধী গোষ্ঠী গণতন্ত্রপন্থী জাতীয় ঐক্যের সরকার (এনইউজি)।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এনইউজির মানবাধিকারবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জান্তা বাহিনী মিয়ানমারজুড়ে বিভিন্ন স্থানে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত ২৪৪টি হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ৩০৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ সময় জান্তা বাহিনীর বিমান ও গোলা হামলায় আরও অন্তত ৪১৩ জন আহত হয়েছে।