টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

আজকের পত্রিকা প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৯

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’র প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। ফলে কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখানো হয়েছে। এ কারণেই আজ সকাল থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সকালে কেয়ারি সিন্দাবাদ, বার আউলিয়া ও আটলান্টিক জাহাজে করে দ্বীপ ভ্রমণে যান প্রায় ১ হাজার পর্যটক। বিকেলে ৬০০ পর্যটক দ্বীপ ছাড়লেও প্রায় ৪০০ পর্যটক দ্বীপে থেকে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us