গিলই ভাঙতে পারবে আমার বিশ্ব রেকর্ড, বলছেন লারা

আজকের পত্রিকা প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৩, ১৩:১৬

রেকর্ড ভাঙা-গড়ার খেলা তো ক্রীড়াঙ্গনে খুবই পরিচিত ঘটনা। প্রতিদিনই কোনো না কোনো রেকর্ড ভেঙে গড়া হচ্ছে নতুন করে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারা মনে করেন, তাঁর রেকর্ডও অক্ষুণ্ন থাকবে না। 


শুভমান গিল গত কয়েক বছর আছেন ফর্মের তুঙ্গে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—সব সংস্করণেই তিনি রানের বন্যা বইয়ে দিচ্ছেন। তিন সংস্করণে সেঞ্চুরির কীর্তি গড়ে রেকর্ড বইয়ে এ বছরই নাম লিখিয়েছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ ১২৮, ওয়ানডেতে ২০৮ ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ার-সেরা ১২৬—তিন সংস্করণেই সর্বোচ্চ রানের ইনিংস গিলের এ বছরই। যেখানে ওয়ানডে, টি-টোয়েন্টি-সাদা বলের ক্রিকেটের ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ওয়ানডেতে গিলের ২০৮ রান তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারেরই সেরা ইনিংস। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন ভারতীয় এই ব্যাটার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us