সংবিধান প্রণেতাগণ-১০: ভাষা আন্দোলন থেকে সংবিধান প্রণয়ন পর্যন্ত ফকির সাহাবউদ্দীন রেখেছেন অনন্য অবদান

বিডি নিউজ ২৪ আমীন আল রশীদ প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৩

ভাষা আন্দোলনে উত্তাল সারা দেশ। ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি। পরদিন ঢাকায় কর্মসূচি। কিন্তু ১৪৪ ধারা। এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলে ১৪৪ ধারা ভঙ্গের যে সিদ্ধান্ত হয়, ওই মিটিংয়ে সভাপতিত্ব করেন ফকির সাহাবউদ্দীন আহমদ। পরদিন ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে যে ঐতিহাসিক মিছিল বের হয়; যে মিছিলে পুলিশ গুলি চালায়, তার অগ্রভাগে ছিলেন ফকির সাহাবউদ্দীন। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী।


এর ১৯ বছর পরে ১৯৭১ সালে যখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন পাকিস্তানের বিমান যাতে শ্রীলঙ্কার বিমানবন্দর থেকে জ্বালানি নিতে না পারে, সেজন্য শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন ফকির সাহাবউদ্দীন আহমদ। শ্রীলঙ্কা সরকার সেই অনুরোধ রেখেছিল। যে ঘটনাটি মুক্তিযুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন, অর্থ ও অস্ত্র সংগ্রহে ‘মি. আহমেদ’ নামে তিনি বিশ্বের নানা প্রান্ত ঘুরে বেড়িয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us