ফিফা র্যাঙ্কিংয়ের পাশাপাশি অতীত পরিসংখ্যানেও এগিয়ে ছিল সিঙ্গাপুর। প্রথম প্রীতি ম্যাচে তাদেরই বিপক্ষে ৩-০ গোলের জয়ে দূর হয় সংশয়। যোগ হয় আত্মবিশ্বাস। কিন্তু, তিন দিন বাদে ৮-০ গোলের জয় ধরা দিবে, এতটা ভাবেননি সাইফুল বারী টিটু। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচের কণ্ঠে তাই শোনা গেল বিস্ময়মাখা শব্দ ‘ওয়াও’।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় প্রীতি ম্যাচে র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে ৮ গোলের মালা পরায় বাংলাদেশ। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দাপুটে পারফরম্যান্সের কৃতিত্ব সাবিনা-মারিয়াদের দেন টিটু।
“আমি নিজেও খেলোয়াড় ছিলাম, প্রথম ম্যাচ হয়ত আমাদের জন্য কঠিন ছিল না, স্বাচ্ছন্দ্যেই জিতেছিলাম, কিন্তু এবার এত বড় ব্যবধানে জিতব, ভাবিনি। প্রথম জয়ের পর আবারও সবটুকু নিংড়ে দেওয়া…এই কৃতিত্ব পুরোপুরি মেয়েদের। ভিন্ন মাত্রার মানসিকতা এই মেয়েদের।”