কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। গত শনিবার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও কক্সবাজারের সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য এই নোটিশ দেন। আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় সশরীর বা প্রতিনিধি পাঠিয়ে লিখিতভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের হিসাব সহকারী ও নির্বাচন অনুসন্ধান কমিটির সহায়ক কর্মচারী মুহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
শাহীন আক্তার উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী। তাঁকে পাঠানো নোটিশে বলা হয়, গত ২৯ নভেম্বর কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ৬০ কিলোমিটারজুড়ে ব্যানার-ফেস্টুন দিয়ে তোরণ নির্মাণের পাশাপাশি শতাধিক গাড়িবহর নিয়ে শোভাযাত্রা করা হয়।