You have reached your daily news limit

Please log in to continue


মাঠপর্যায়ে দ্বিধাবিভক্ত আওয়ামী লীগ

পঞ্চগড়-১ আসনে (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জমান ভূঁইয়া (মুক্তা)। অপর দিকে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও চার আওয়ামী লীগ নেতা। এর মধ্যে বর্তমান সংসদ সদস্য মজাহারুল হক প্রধান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাতও রয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলের একাধিক নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘটনায় সমস্যায় পড়েছেন পঞ্চগড়ের নেতা-কর্মীরা। সদর উপজেলার অমরখানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েদ আলী প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের বর্তমান পরিস্থিতি নিয়ে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা বিব্রতকর অবস্থায় পড়েছি। একদিকে দল মনোনীত প্রার্থী আছে, অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নেতারাই দাঁড়িয়েছেন। কাকে ছেড়ে কার কাছে যাব, ভেবে পাচ্ছি না। এই অবস্থায় তৃণমূলের বেশির ভাগ নেতা-কর্মী দ্বিধাবিভক্তিতে ভুগছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন