দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে আয়কর দিয়ে জনগণকে উৎসাহিত করতে প্রতি বছর আয়কর দিবস উদযাপন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
২০০৮ সাল থেকে প্রথম আয়কর দিবস পালন করা হয়। দেখতে দেখতে কেটে গেছে ১৫ বছর। আজ (৩০ নভেম্বর) ১৬তম জাতীয় আয়কর দিবস। জাতীয় আয়কর দিবসের এবারের প্রতিপাদ্য ‘কর দেব গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এমন স্লোগানকে সামনে রেখে সারা দেশে দিবসটি উদযাপন করছে প্রতিষ্ঠানটি।
যদিও ২০০৮ সাল থেকে ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস হিসেবে উদযাপিত হতো। এরপর ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করছে এনবিআর। এদিন ব্যক্তি শ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ারও শেষ দিন। যদিও বিশেষ বিবেচনায় আয়কর রিটার্ন দেওয়ার সময় দুই মাস বৃদ্ধি করা হয়েছে।