শেষ পর্যন্ত ব্যাপক সমালোচনার মুখে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা। ব্যাটে ফিলিস্তিনের পাতাকা স্টিকার আকারে লাগিয়ে রাখার অপরাধে করা জরিমানা উঠিয়ে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। দেশটির ঘরোয়া ক্রিকেটে কিংবদন্তি উইকেটরক্ষক মঈন খানের ছেলে আজম খান জড়িয়ে পড়েছিলেন এই শাস্তির মাঝে।
তবে শেষ পর্যন্ত কড়া সমালোচনার মুখে আজম খানের শাস্তি মওকুফ করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। খেলার মাঝেই রাজনৈতিক ইস্যু টেনে আনায় আইসিসি এবং পাকিস্তানের ক্রিকেট আইন মেনেই ৫০ শতাংশ ম্যাচ-ফি জরিমানার মুখে পড়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপরেই শুরু হয় ব্যাপক সমালোচনা। বাধ্য হয়েই নিজেদের অবস্থান থেকে সরে আসে পিসিবি।