দীর্ঘদিন ব্যবহার করার পর মোবাইল ফোনের গতি কমে গেলে, তখন সেটি ব্যবহার করা ঝামেলার। এই দুর্মূল্যের বাজারে চাইলেই হুট করে একটা স্মার্টফোন কেনা সম্ভব হয় না অনেকের। তবে পুরোনো মোবাইল ফোনকেও স্মার্ট করা যায়। জানিয়েছেন নাহিদ ইসলাম।
আপডেট করুন
নিয়মিত মোবাইল ফোনের সফটওয়্যার আপডেট করতে হবে। বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলো নিয়মিত আপডেট রিলিজ করে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই আপডেটগুলো ফোনের র্যাম, মেমোরি ও প্রসেসিং পাওয়ার অপটিমাইজ করে অ্যাপ চলার গতি বাড়ায়। তাই সময়মতো অপারেটিং সিস্টেম এবং অ্যাপ আপডেট করুন।