You have reached your daily news limit

Please log in to continue


আয়কর রিটার্ন না দিলে যে ৪৩ সেবা পেতে বিপত্তিতে পড়তে পারেন

আগে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন থাকলেই বিভিন্ন ক্ষেত্রে সেবা পাওয়া যেত। এখন শুধু টিআইএন থাকলে হবে না, সরকারি বিভিন্ন সেবা নিতে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র লাগবে। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে যেকোনো ব্যক্তিকে রিটার্নের প্রমাণপত্র দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিতে পারবে।

রিটার্নের প্রমাণপত্র বলতে যা বোঝায়

ক. এনবিআরের পক্ষ থেকে রিটার্নপ্রাপ্তি স্বীকারপত্র; বা

খ. করদাতার নাম, টিআইএন বা করবর্ষ–সংবলিত সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট বা সনদ বা

গ. করদাতার নাম, টিআইএন বা করবর্ষ–সংবলিত উপ–কর কমিশনারের ইস্যু করা প্রত্যয়নপত্র গত ১ জুলাই ২০২৩ থেকে ৪৩টি সেবার ক্ষেত্রে রিটার্ন জমার প্রমাণপত্র বাধ্যতামূলক করা হয়েছে। কেউ হয়তো ভাবতে পারেন, রিটার্নের প্রমাণপত্র বানিয়ে জমা দেবেন। কিন্তু সেটা এখন আর সম্ভব হবে না। কারণ, রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আয়কর বিভাগ রিটার্ন জমার তথ্য অনলাইনে হালনাগাদ করে। আর সেবা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা অনলাইনে রিটার্ন জমার তথ্য যাচাই করবে। যদি কোনো কারণে যাচাই না করেন, তবে উপ–কর কমিশনার ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড করতে পারবেন। তাই এখন রিটার্ন জমার প্রমাণপত্র নিয়ে কারসাজির সুযোগ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন