অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য-উপাত্ত ব্যবহারের সুযোগ বন্ধ করতে একটি আইন করার প্রস্তাবে সায় দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সরকারপ্রধানের কার্যালয়ে ওই বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, “এখন তথ্য সবথেকে বড় রিসোর্স। তথ্য ব্যবহার কৌশলগত রিসোর্স হিসেবে পরিগণিত হয়। তথ্য এখন সবথেকে প্রয়োজনীয় উপকরণ।