সংলাপ জড়িয়ে হাসির খোরাক রাশমিকা, হিন্দি শেখার পরামর্শ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩, ১৬:৩৮

বলিউডে জায়গা শক্ত করতে চাওয়া নায়িকা রাশমিকা মানদানা তার তৃতীয় সিনেমা মুক্তির আগেই সমালোচিত হচ্ছেন। ‘অ্যানিমাল’ সিনেমার ট্রেইলারে তার মুখে হিন্দি সংলাপ জড়িয়ে গেছে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর দক্ষিণের এই অভিনেত্রীকে ভালো করে হিন্দি শেখার পরামর্শ দিচ্ছেন দর্শকরা।


আনন্দবাজার লিখেছে, ‘অ্যানিমাল’ সিনেমার ট্রেইলারে একটি দৃশ্যে রাণবীর ও রাশমিকাকে ঝগড়া করতে দেখা যায়। সেখানে সংলাপ বলতে গিয়ে বারবার হোঁচট খেয়েছেন রাশমিকা, কথা বলেছেন জড়িয়ে জড়িয়ে।


ভিডিও দেখে একজন বলেছেন, “দক্ষিণ থেকে হিন্দি ইন্ডাস্ট্রিতে আসতে চাইলে এমনটাই হবে।“


অন্য একজনের ভাষ্য, “অভিনয়টা একেবারেই পারেন না রাশমিকা। কথা বলার অবস্থা দেখে হচ্ছে হিন্দিটা চর্চায় নেই এতটুকু।”


আরেকজন বলেছেন, “আগে হিন্দি শিখুন, তারপর রাণবীরের পাশে দাঁড়ান।“


এর আগে বলিউডে ‘গুডবাই’ ও ‘মিশন মজনু’ নামে দুটো সিনেমা করেছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা। কিন্তু বক্স অফিসে দুটো সিনেমার কোনোটিই সুবিধা করে উঠতে পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us