বলিউডের ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের সিনেমার উত্থান

প্রথম আলো প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩, ১১:১৯

‘বলিউডের ছায়া থেকে বের হয়ে বাংলাদেশের সিনেমার উত্থান হচ্ছে। ‘বলী: দ্য রেসলার’ বুসানের মতো উৎসবে পুরস্কার অর্জন ও প্রশংসা সিনেমা অঙ্গনে নব্য ক্ষমতার আভাস দেয়,’—এভাবেই বাংলাদেশের সিনেমার এগিয়ে যাওয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাপানের অন্যতম পত্রিকা নিক্কেই এশিয়া। এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে নিজস্বতার পরিচয় দিচ্ছে।


সম্প্রতি বুসান চলচ্চিত্র উৎসবে একসঙ্গে অংশ নেয় বাংলাদেশের তিন সিনেমা। যা নিয়ে উৎসবের মনোনয়ন ঘোষণার পর থেকেই শুরু হয় আলোচনা। ২৮তম বুসান আয়োজনে নিউ কারেন্টস বিভাগে প্রতিযোগিতা করে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী: দ্য রেসলার’ ও বিপ্লব সরকারের ‘আগন্তুক’ এবং কিম জিসুক শাখায় প্রতিযোগিতা করে মোস্তফা সরওয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।


নিক্কেই–এর প্রতিবেদনে বুসানের নিউ কারেন্ট বিভাগে পুরস্কারজয়ী ‘বলী’ প্রসঙ্গে বলা হয়েছে, বাংলাদেশের বঙ্গোপসাগরঘেঁষা বাঁশখালীর পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী। প্রজন্মের পর প্রজন্ম তাঁরা বেড়ে উঠেছেন সমুদ্র উপকূলীয় অঞ্চলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us