গত ৫ আগস্ট দুপুরের পর আমাকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ফোন করেছিলেন। ততক্ষণে টেলিভিশনে শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হয়েছে।
মনের মধ্যে বিপুল উত্তেজনা। কী একটা অসম্ভব আজ সম্ভবে পরিণত হয়েছে। সাইফুল হক বললেন, সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান রাজনৈতিক নেতাদের সঙ্গে বসতে চেয়েছেন। কী বলেন?
হাসিনা স্বৈরাচারীর বিরুদ্ধে আমরা যে লড়াই করছিলাম, তাতে রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে জোটবদ্ধ হয়েছিল। আমরা ছয়টি দল একটি জোট বেঁধেছিলাম এবং সে জোট গণতন্ত্রের মঞ্চ বলে পরিচিত হয়েছিল। ছয়টি ছোট দল নিয়ে আমাদের এ জোট গঠিত হয়েছিল। জোটের মধ্যে আমরা একটি নিয়ম চর্চা করতাম।