ছেলেবেলার ক্লাবকে বিশেষ উপহার হালান্ডের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩, ১০:০০

ম্যানচেস্টার সিটির হয়ে গত মৌসুমে একের পর এক রেকর্ড গড়েছেন আর্লিং হালান্ড। স্বপ্নের মতো সময় কাটানো এই স্ট্রাইকার প্রথমবার লাইম লাইটে আসেন অবশ্য বুরুশিয়া ডর্টমুন্ডের হয়ে। ডর্টমুন্ডের সময়টা তার ক্যারিয়ার গ্রাফের এমন উন্নতির পেছনে স্পিরিটের মতো ছিল। তবে তার প্রতিভা যেখানে বিকশিত হয়েছে সেই ক্লাবের নাম ব্রিনা এফসি।


নরওয়ের এই ক্লাবটির বয়সভিত্তিক দলে ১১ বছর খেলেছেন তিনি। এরপর তার সুযোগ আসে মূল দলে খেলারও। ছোটবেলার সেই ক্লাবের প্রতি হালান্ডের এখনো টান আছে। তার প্রমাণ—ক্লাবটির সমর্থকদের জন্য এবার বিশেষ উপহার দিচ্ছনে তিনি।


২০০৬ সালের পর এবার প্রথমবারের মতো নরওয়ের শীর্ষ লিগে ওঠার জন্য প্লে–অফ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ব্রিনা। আগামী শনিবার ম্যাচটি হবে অ্যাওয়েতে। হলান্ড এই ম্যাচে ব্রিনার সমর্থকদের যাতায়াত ভাড়া বহন করবেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ২০০ ব্রিনা সমর্থকের ট্রেনের ভাড়া দেবেন হালান্ড। যেটা সব মিলিয়ে প্রায় ১৬ হাজার ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us