You have reached your daily news limit

Please log in to continue


প্রতিমন্ত্রী উপমন্ত্রী প্রভাবশালী এমপিরা চ্যালেঞ্জের মুখে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের ১০৮টি আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ হবে আজ বৃহস্পতিবার। এ জন্য আজ দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক বসছে। সকাল ১০টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এদিকে বিপুলসংখ্যক মনোনয়নপ্রত্যাশীকে নিয়ে আওয়ামী লীগের নীতিনির্ধারক নেতারা বেশ দুশ্চিন্তায় পড়েছেন। দলীয় মনোনয়ন ঘিরে গৃহদাহ চরমে উঠেছে। মনোনয়নপ্রত্যাশীরা বিবাদে জড়াচ্ছেন। মন্ত্রী-এমপিদের সঙ্গে নতুন করে বিরোধ শুরু হয়েছে দলীয় নেতাদের। কোথাও কোথাও পারিবারিক বিরোধও সৃষ্টি হয়েছে। বাবার সঙ্গে ছেলে, ভাইয়ের সঙ্গে ভাই, ভাইয়ের সঙ্গে বোন কিংবা চাচার সঙ্গে ভাতিজা প্রতিদ্বন্দ্বিতা করে মনোনয়নপ্রত্যাশী হয়েছেন। এ অবস্থায় বেশ অস্বস্তিতে পড়েছেন দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, আবুল হাসানাত আবদুল্লাহ, রাশিদুল আলম, রমেশ চন্দ্র সেন এবং ডা. দীপু মনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন