চট্টগ্রামের ১৬ আসন: আওয়ামী লীগের এমপি হতে চান ‘সবাই’

প্রথম আলো প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩, ২০:৫০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নেমেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও ওয়ার্ড কাউন্সিলররা। নির্বাচনে দলের প্রতীক চান সাবেক সংসদ সদস্যদের স্ত্রী ও সন্তানেরাও। কিছু কিছু আসনে বর্তমান সংসদ সদস্যদের চিন্তা বাড়িয়েছেন এসব আগ্রহী প্রার্থীরা।


এবারের নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার সম্ভাবনা কম। এই অবস্থায় দলীয় প্রতীক নৌকা পেলেই সংসদ সদস্য নির্বাচিত হওয়া অনেক সহজ মনে করছেন মনোনয়নপ্রত্যাশীরা। তাই দলের মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকেই।


চট্টগ্রাম জেলায় ১৬টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন আওয়ামী লীগের ১৪ প্রার্থী। বাকি দুটি আসনের মধ্যে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) থেকে নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ছেড়ে দেওয়া হয়েছিল তরীকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us