খামারগুলোতে অত্যধিক অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে ওষুধ প্রতিরোধী জীবাণু পশুর মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে। ফলে মানুষের শরীরে অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে খামারে ৩৪টি অ্যান্টিবায়োটিক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
সোমবার (২০ নভেম্বর) রাজধানীতে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।