কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও দেড় ঘণ্টা পর সাড়ে ১১টায় তিনি পরীক্ষা দিতে বসেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা দুই মামলায় জামিনে বের হন তিনি।
খাদিজার বোন সিরাজুম মনিরা বলেন, খাদিজার সেমিস্টার নষ্ট হয়েছে। সে ১৫ ব্যাচের শিক্ষার্থী হলেও এখন ১৬ ব্যাচের সঙ্গে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়েছে।