চলছে সালমান খানের ‘টাইগার থ্রি’। সঙ্গে চলছে এই সিনেমার নানা খুঁটিনাটি আর অভিনয়শিল্পীদের নিয়ে আলাপ। সেই আলাপে যোগ দিয়েছেন ভারতের সবচেয়ে নামকরা চিত্রনাট্যকার ও গীতিকারদের একজন জাভেদ আখতার। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি জানিয়েছেন, সালমান খান তাঁর মা–বাবার সেরা সন্তান। আর তিনি কখনোই বাবার সামনে চোখ তুলে তাকান না।
জাভেদ আখতার বলেন, মা–বাবাকে কীভাবে সম্মান করা উচিত, তা সালমানের চেয়ে আর কেউ ভালো করে জানেন না। তাঁদের (মা–বাবাকে) সময় দেওয়া, দেখাশুনা করা, কথা বলা, তাঁদের কথা মন দিয়ে শোনা, সুবিধা-অসুবিধা দেখা—সবই করেন সালমান খান। ভারতে মা–বাবাকে দেখে রাখার যে ঐতিহ্য, তা বড় ছেলে সালমানই সবচেয়ে ভালোভাবে পালন করেন।