ঢাকাই চলচ্চিত্রে দীর্ঘদিনের সমস্যা শিল্পীসংকট। নতুন শিল্পীদের প্রতিষ্ঠাই কাটাতে পারে ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের এই সংকট। সাম্প্রতিক সময়ে ঢাকাই সিনেমার বেশ কয়েকজন নবাগত শিল্পী আশা দেখাচ্ছেন নতুন করে। নতুন চার নায়ক-নায়িকার সঙ্গে কথা বলে লিখেছেন শিহাব আহমেদ।
সব ধরনের চরিত্রের চ্যালেঞ্জটা নিতে চান গাজী আব্দুন নূর
বাগেরহাটের গাজী আব্দুন নূর প্রথম আলোচনায় আসেন কলকাতার সিরিয়াল ‘রাণী রাসমণি’তে অভিনয় করে। তাঁর অভিনীত রাজচন্দ্র চরিত্রটি বাংলাদেশেও জনপ্রিয়তা পায়। তবে এ অভিনেতার স্বপ্ন ছিল নিজের দেশে অভিনয় করে দর্শকের ভালোবাসা পাওয়া। গাজী আব্দুন নূরের ঢালিউডে পথচলা শুরু হয় ২০২১ সালে নার্গিস আক্তারের ‘যৈবতী কন্যার মন’ সিনেমা দিয়ে। করোনার কারণে সিনেমাটি তেমন আলোচনা তৈরি করতে পারেনি। ৩ নভেম্বর মুক্তি পেয়েছে গাজী আব্দুন নূরের ‘অসম্ভব’।