ভারতের উত্তরাখন্ড রাজ্যে নির্মাণাধীন একটি সুড়ঙ্গের (টানেল) একাংশ ধসে আটকা পড়া ৪১ শ্রমিককে এক সপ্তাহ পরও উদ্ধার করা সম্ভব হয়নি। আজ শনিবার উদ্ধারকর্মীরা জানান, উদ্ধারকাজ চলার সময় গতকাল শুক্রবার সেখানে একটি বিকট শব্দ হলে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। এরপরই উদ্ধার কাজ স্থগিত করেন তাঁরা। এতে আটকা পড়া শ্রমিকদের জীবিত উদ্ধার করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
গত শনিবার ভোররাতে উত্তরাখন্ডের উত্তরকাশী জেলার ব্রহ্মখাল-যমুনাত্রী জাতীয় মহাসড়কে নির্মাণাধীন টানেলের একটি অংশ ধসে পড়ে। এরপর রোববার সকাল থেকে সেখানে উদ্ধারকাজ শুরু হয়। গত বুধবার দিল্লি থেকে একটি বিশালকায় খননযন্ত্র এনে উদ্ধারকাজে যুক্ত করা হয়েছিল।