হুট করেই সরকারের নজর এবার অপেক্ষাকৃত অপরিচিত দলগুলোর ওপর পড়েছে। ছোট ছোট দলের নেতা কর্মীদের আটক শুরু করেছে। দল হিসাবে এরা খুব বেশি পরিচিত না। প্রভাবশালী তো না-ই। এসব দলের কর্মী সংখ্যাও নগণ্য। কিন্তু এই ধরনের দলের নেতাদেরই ধরপাকড় শুরু করেছে সরকার।
বিএনপির শীর্ষ নেতাদের অনেকেই কারাগারে। অনেকেই আত্মগোপনে। এই ধারপাকড় থেকে ছোট দলের নেতা কর্মীরাও ছাড় পাচ্ছে না। সাধারণত বড় দলের নেতাদের আটক করে সরকার। সম্প্রতি ১২ দলের সমন্বয়ক জাতীয় দলের এহসানুল হুদাকে আটক করা হয়েছে।
কী এমন হলো এসব ছোট দলের নেতাদের আটক করতে হচ্ছে। বিষয়টি বেশ আগ্রহ উদ্দীপক। এ নিয়ে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করলাম। দেশে রাজনীতির বিষয়ে আগ্রহ আছে, খোঁজ খবর রাখেন ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন কয়েক জনের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করলাম। বিদেশে থাকি। তাই টেলিফোনই ভরসা। ফোনেও আবার কথা বলতে ভয় পান অনেকে। কখন কার কথা সংরক্ষণ করে সামাজিক