কয়লা আমদানির মূল্য বাড়িয়ে দেখানোর অভিযোগে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে পুনরায় তদন্ত শুরু করতে চায় ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ লক্ষ্যে সিঙ্গাপুর থেকে তথ্য সংগ্রহে দেশটির সুপ্রিম কোর্টের অনুমতি চেয়েছে তদন্তকারী সংস্থা। তারা বলছে, অনেক দিন ধরেই এই তথ্য সংগ্রহ বাধাগ্রস্ত করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে এই আবেদনের শুনানি হতে পারে।
এর ফলে হিনডেনবার্গের প্রতিবেদনকে কেন্দ্র করে একের পর এক অভিযোগে জর্জরিত আদানি গোষ্ঠীর ওপর চাপ আরও বাড়ল বলে মনে করছে ভারতের সংশ্লিষ্ট মহল।
সেই ২০১৬ সাল থেকে ভারতের ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স সিঙ্গাপুর থেকে আদানির কয়লা আমদানিসংক্রান্ত কাগজপত্র আনার চেষ্টা করছে। সংস্থাটির সন্দেহ, আদানি গোষ্ঠী সিঙ্গাপুর থেকে যে কয়লা আমদানি করেছে, সিঙ্গাপুরের আদানি গ্লোবাল পিটিইর কাগজ–কলমে তার দাম বেশি দেখানো হয়েছে এবং তার পর সেই অতিরিক্ত দাম গোষ্ঠীর ভারতীয় শাখার কাছ থেকে আদায় করা হয়েছে।