গুগল ফটোজের জন্য নতুন এআই ভিত্তিক ফিচার চালু করেছে গুগল। এর সাহায্যে গুগল ফটোজ ব্যবহারকারীদের ফটো এবং ভিডিও তৈরি করে দিবে।
নতুন আপডেটের সাথে, গুগল ফটোজে ফটো স্ট্যাক ফিচার আনা হয়েছে। যা লাইব্রেরিতে এক জায়গায় একই রকমের সব ছবি রাখবে। এছাড়াও আরেকটি এআই ফিচার গুগল ফটোজে স্ক্রিনশট, ফটো, ডকুমেন্ট ইত্যাদিকে ফিল্টার করে আলাদা-আলাদা করে রাখবে।