সরাসরি ইউরো খেলার আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না ইতালির। গতকাল রাতে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে কাঙ্ক্ষিত সেই জয়ই পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর এ জয়ে ইতালির ইউরোর মূল পর্বে খেলার আশাও ভালোভাবে বেঁচে থাকল। নিজেদের মাঠে ইতালির জয় ৫-২ গোলে। একই রাতে জয় পেয়েছে ইংল্যান্ডও। মাল্টার বিপক্ষে গতবারের রানার্সআপরা জিতেছে ২-০ গোলে।
গ্রুপ ‘সি’ থেকে ইংল্যান্ড আগেই ইউরোর মূল পর্ব নিশ্চিত করায় দ্বিতীয় দল হিসেবে সরাসরি ইউরো খেলার লড়াইয়ে ছিল ইতালি ও ইউক্রেন। তবে মেসিডোনিয়ার বিপক্ষে পয়েন্ট হারালে ইতালির জন্য কাজটা অনেক কঠিন হয়ে যেত। এর আগে এই মেসিডোনিয়ার কাছে প্লে-অফে হেরে ২০২২ বিশ্বকাপে খেলা হয়নি ইতালির। এবারও গুরুত্বপূর্ণ সময়ে মেসিডোনিয়ার বিপক্ষে খেলা পড়ায় বারবার ফিরে আসছিল সেই প্রসঙ্গও। তবে এবার আর অঘটনের শিকার হয়নি লুসিয়ানো স্পালেত্তির দল।