চাঁদপুরের ডাকাতিয়া নদীতে হঠাৎ করেই ভাঙন দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার সকালে টানা বৃষ্টিতে ভাঙন আরো তীব্র হয়েছে। সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বেশকিছু বাড়িঘর ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
নদীতীরের কয়েকজন বাসিন্দা জানান, গত এক দশকে শুধু মৈশাদী ইউনিয়নে ডাকাতিয়া নদীভাঙনে বিলীন হয়েছে প্রায় দুই কিলোমিটার এলাকার অনেক বাড়িঘর ও ফসলি জমি। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বসভিটা হারিয়ে পথে বসবে ওই এলাকার পাঁচ শতাধিক পরিবার। ডাকাতিয়া নদীতে প্রতি বছরই ঘরবাড়ি ভাঙলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ তাদের।