জয়ার চারদিকে যেন খুশির জোয়ার। গত মঙ্গলবার হাতে পেলেন সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অন্যদিকে তিন ইন্ডাস্ট্রির তিন সিনেমা নিয়ে জয়া আহসান হাজির হচ্ছেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (ইফি)তে। ২০ থেকে ২৮ নভেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠেয় এই উৎসবে প্রদর্শিত হবে জয়া অভিনীত ঢালিউডের সিনেমা ‘ফেরেশতে’, টালিউডের ‘অর্ধাঙ্গিনী’ ও বলিউডের ‘কড়ক সিং’। উৎসবে ফেরেশতে ও কড়ক সিং সিনেমা দুটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
গত বছর জয়া শেষ করেছিলেন ফেরেশতে সিনেমার শুটিং। শাহীন সুলতানার প্রযোজনায় এটি বানিয়েছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশজমজম। সিনেমাটি নিয়ে জয়া আহসান বলেন, ‘মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে ফেরেশতে। বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও রীতিনীতি চমৎকারভাবে তুলে ধরেছেন নির্মাতা, যা বিশ্ব দরবারে চলচ্চিত্রবোদ্ধা ও দর্শকদেরও মুগ্ধ করবে।’ জয়া আহসানের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ। এবার ইফিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা একমাত্র বাংলাদেশি সিনেমা ফেরেশতে। উৎসবের ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে প্রতিযোগিতা করবে সিনেমাটি।