শহরের রাস্তায় যদি হঠাৎ একটি সিংহ ঘুরে বেড়াতে দেখেন, কী অবস্থা হবে বলুন তো! বাস্তবেই এমন ধরনের এক ঘটনা ঘটেছে ইউরোপের দেশ ইতালিতে। সেখানকার সাগরঘেঁষা এক শহরে শনিবার স্থানীয় একটি সার্কাস থেকে পালিয়ে বেশ কয়েক ঘণ্টায় রাস্তায় ঘুরে বেড়িয়েছিল একটি সিংহ।
রোমের কাছের এই শহরের নাম লাদিসপলি। সেখানকার মেয়র আলেসান্দ্রো গ্র্যান্দো পুলিশ ও সার্কাসের কর্মীরা সিংহটিকে ধরার আগে পর্যন্ত শহরের বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছিলেন। পরে অবশ্য চেতনানাশক ওষুধ প্রয়োগ করে সিংহটিকে বন্দী করা হয়। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে।