আজ ১১-১১, ব্যাচেলর পার্টির মোক্ষম দিন, কেন জানেন?

প্রথম আলো প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩, ১৪:৫৮

‘বাপজান, আমি বিয়া করব না; লইজ্জা লাগে!’


হুমায়ূন আহমেদের হাবলংগের বাজারে নাটকে অভিনেতা এজাজুল ইসলামের বিখ্যাত সংলাপটি মনে আছে নিশ্চয়ই। আবার বর আসবে এখুনি সিনেমায় ভারতীয় অভিনেতা যীশু সেনগুপ্তের ঠোঁটে ‘বাবা, আমার কি বিয়ে হবে না’—গানটিও আমরা অনেকে শুনেছি। একেবারে বিপরীত দৃশ্যপট। একজন বিয়ে করতেই রাজি না। আরেকজন বিয়ে হচ্ছে না বলে হতাশায় ভুগছেন।


সমাজে বিয়েপাগলা মানুষ যেমন আছে, আছে বিয়েবিমুখ মানুষও। কারও ভেতর প্রেমের জন্য উথালপাতাল ঝড়। কারও কাছে একলা থাকাই দারুণ সুখকর। যুগলদের কাছে জীবন এক রকম সুন্দর। নানা রকম উৎসব, আনন্দ, অভিমান, খুনসুটি—বিচিত্র অভিজ্ঞতা। কিন্তু যাঁরা অবিবাহিত, প্রেমের মতো হৃদয়ঘটিত কোনো সম্পর্ক যাঁদের নেই, তাঁদের জীবন কি ম্যাড়মেড়ে? একদমই না। এ–ও এক অন্য রকম আনন্দ। হাত-পা ঝাড়া মুক্ত জীবন। নচিকেতা চক্রবর্তীর গানের মতো তাঁরা হয়তো মনে করেন, বিবাহিত মানে প্রকারান্তরেতে মৃত।


তাঁরা হয়তো মৃত জীবন চান না। স্বাধীনভাবে বেঁচে থাকার যে তুমুল আনন্দ, তা থেকে তাঁরা বঞ্চিত হতে চান না কিছুতেই।


আজ ১১ নভেম্বর, ‘ব্যাচেলর দিবস’। দিনটি ‘সিঙ্গেল দিবস’ হিসেবে অধিক পরিচিতি পেলেও আদতে এটি ‘ব্যাচেলর দিবস’ নামেই শুরু হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us