জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক মারা গেছেন।
ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫টায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার জন্য এটা গ্রেট লস্ট। আমি দীর্ঘদিনের সাথীকে হারালাম।”
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক ইমদাদুল হকের ক্যান্সার ধরা পড়ে গত সেপ্টেম্বরে। উন্নত চিকিৎসার জন্য ১২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান তিনি। শারীরিক অবস্থার উন্নতি হলে অক্টোবরে দেশে ফিরে আসেন।
কোষাধ্যক্ষ কামালউদ্দিন বলেন, “স্যারের সঙ্গে আমার কথা হয়েছিল, তখন উনি বিছানায়। উনাকে বলেছিলাম, স্যার আপনি ফিরে আসবেন আমাদের মাঝে। ফিরলেন, কিন্তু এভাবে ফিরবেন ভাবিনি।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলা ১১টায় তার প্রথম জানাজা হবে। দুপুর ১২টায় উদ্ভিদ বিজ্ঞান বিভাগে নিয়ে শেষ শ্রদ্ধা জানানো হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে তার দ্বিতীয় জানাজা শেষে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।