লিপস্টিক যেভাবে সৌন্দর্য ও দ্রোহের অনুষঙ্গ হয়ে উঠল

আজকের পত্রিকা প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩, ১০:১৫

লিপস্টিক বা অধররঞ্জনী ব্যবহারের ইতিহাসের অন্তত পাঁচ হাজার বছরের পুরোনো। ছবি: পিক্সাবেসংস্কৃত কবি কালিদাস তাঁর বিখ্যাত সংস্কৃত মহাকাব্য মেঘদূতে আদর্শ যুবতীর বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এভাবে—তন্বী শ্যামা শিখরি–দশনা পক্ববিম্বাধরোষ্ঠী; মধ্যে ক্ষ্যামা চকিত-হরিণী প্রেক্ষণা নিম্ন-নাভি; শ্রোণিভারাদলস-গমনা স্তোক-নম্রা স্তনাভ্যাং; যা তত্র স্যাদ যুবতী-বিষয়ে সৃষ্টি রাদ্যের ধাতু। 


এটির মোটামুটি বাংলা দাঁড়ায়—সে তন্বী, সে শ্যামা, সুন্দর শিখর যুক্ত তার দাঁত, পাকা বিম্ব ফলের মতো তার ওষ্ঠ ও অধর, তার কোমর সরু, তার দৃষ্টি হরিণীর মতো চঞ্চলা, গভীর তার নাভি, তার গতি নিতম্বের গুরুভারে শিথিল, স্তনের ভারে সে সামান্য ঝুঁকে থাকে—তুমি এ রকম যাকে দেখবে, তোমার মনে হবে যুবতী সৃষ্টিতে সে–ই বিধাতার আদর্শ!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us