ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু

প্রথম আলো প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩, ১৯:০৪

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম ১০ দিনে ডেঙ্গুতে ১১২ জনের মৃত্যু হলো।


আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা) ঢাকায় ৩ জন ও ঢাকার বাইরে ৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এ রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৬০। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩৩ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ২৯৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১ হাজার ৩৫ জন ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ২ লাখ ৮৮ হাজার ৫৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ২ হাজার ৮৮৯ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৮৫ হাজার ৬৮৩ জন ভর্তি হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই

প্রথম আলো | ঢাকা মেট্রোপলিটন
সম্পাদকীয় ২ সপ্তাহ, ৪ দিন আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us