জিনেদিন জিদানের প্রতি লিওনেল মেসির ভালোবাসার কথা কমবেশি সবাই জানেন। সম্প্রতি এ দুই তারকাকে নিয়ে একটি সাক্ষাৎকারের আয়োজন করে 'অ্যাডিডাস'। যেখানে একে অপরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ফ্রান্সের সাবেক '১০' ও আর্জেন্টিনার বর্তমান '১০'। তবে এর মাঝে একত্রে খেলতে না পারার আক্ষেপও ঝরে এ দুই তারকার কণ্ঠে।
গত সেপ্টেম্বরে ইন্টার মায়ামির একটি ম্যাচ সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ (এবং মিয়ামির সহ-মালিক) ডেভিড বেকহ্যামের সঙ্গে একত্রে মাঠে বসে দেখেছেন জিদান। রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়ার পর অনেক দিন থেকেই মাঠের বাইরে থেকে ফুটবল দেখছেন এই ফরাসি। অন্যদিকে এখনও ফুটবল দাপটের সঙ্গেই খেলে যাচ্ছেন মেসি।