আঁচিল দূর করার ঘরোয়া উপায়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৩, ০৯:৪৫

অনেকেরই শরীরের বিভিন্ন জায়গায় আঁচিল উঠে তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কখনও ভাইরাসের আক্রমণে, কখনো আবার পোশাকের সংঘর্ষে এটি হয়। অনেকের আবার জন্ম থেকেই আঁচিল থাকে। তবে সব ক্ষেত্রে আঁচিল সমান ভাবে বড় হয় না। এক একজনের ক্ষেত্রে বৃদ্ধির হার ভিন্ন। আঁচিলের সমস্যা থেকে মুক্তি অনেকেই বিভিন্ন ওষুধ খান, মলম ব্যবহার করেন। কেউ আবার লেজার থেরাপিরও সাহায্য নেন। এছাড়াও আঁচিল সমস্যা দূর করতে ভরসা রাখতে পারেন ঘরোয়া কিছু উপায়ের ওপর।


১) অ্যাসপিরিন: অনেকের বাড়িতেই এই ওষুধ রাখেন। অ্যাসপিরিন গুঁড়া করে তার সঙ্গে কয়েক ফোঁটা পানি মিশিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণটি আঁচিলের ওপর লাগিয়ে দিন। এ বার গজ দিয়ে ঢেকে সারা রাত রেখে দিন। অ্যাসপিরিনে স্যালিসিলিক অ্যাসিড বলে একটি উপাদান আছে। সেটি সহজেই আঁচিলের বৃদ্ধি আটকে দিতে পারে। নিয়মিত এই টোটকা মেনে চললে তবেই পাবেন উপকার।


২) অ্যাপল সাইডার ভিনিগার: এই ভিনিগারে ভেজানো তুলা আঁচিলের ওপর রেখে গজ দিয়ে ঢেকে রাখুন সারা রাত। অ্যাপল সাইডার ভিনিগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড আঁচিল কমাতে দারুণ সাহায্য করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us