‘বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন দল হচ্ছে’—তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এমন বক্তব্যের রেশ না কাটতেই ‘বিএনপির ভোটে যাওয়া উচিত’ বলে মন্তব্য করেছেন মেজর হাফিজ নিজেই। মেজর হাফিজের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আজ সোমবার দিনভর চলেছে আলোচনা। যদিও নতুন দল গঠনের ব্যাপারে এখনো কিছু বলছেন না বিএনপির এই নেতা।
গত সোমবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ রাজধানীতে দলের এক সমাবেশে বলেছেন, ‘অনেকেই লাইন ধরে আছেন তৃণমূলে (তৃণমূল বিএনপি) যোগ দেওয়ার জন্য। আর বিএনপির সাবেক মন্ত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান মেজর হাফিজের নেতৃত্বে আরও একটি দল হতে যাচ্ছে। তাঁরা শিগগিরই ঢাকায় কনভেনশন করবেন। সুতরাং বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও নেতাদের অংশগ্রহণ ঠেকাতে পারবে না।’