শ্রীলঙ্কার বিপক্ষে ঘটনাবহুল ম্যাচ জেতার পরই বাংলাদেশ শুনল খারাপ খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে পাওয়া যাচ্ছে না সাকিব আল হাসানকে। আঙুলের চোটে ছিটকে গেছেন তিনি।
বিবৃতিতে বিসিবি জানিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের ইনিংসের পথে বাম হাতের তর্জনি আঙুলে পান সাকিব। এক্স-রে করে দেখা যায় সেখানে চিড় আছে। এই কারণে ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না তিনি। এই ম্যাচের পর বাংলাদেশের বিশ্বকাপও শেষ হয়ে যাবে।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, 'ব্যাটিংয়ের শুরুতে বাম হাতে চোট পান সাকিব। চোট নিয়েই ট্যাপ পেঁচিয়ে চালিয়ে যান ব্যাটিং। দিল্লিতে জরুরি ভিত্তিতে তার এক্স-রে করা হয়। সেখানে পিপ জয়েন্টে পাওয়া যায় চিড়। এই চোট সারতে তিন-চার সপ্তাহ দরকার।'