সীমান্তের কাঁটাতারের বেড়ায় মৌচাক স্থাপন করছে বিএসএফ

ডেইলি স্টার প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ২০:০৯

বাংলাদেশের সঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়ায় মৌচাক স্থাপন করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর উদ্দেশ্য সম্পর্কে তারা বলেছে, এর মাধ্যমে স্থানীয়দের যেমন জীবিকার সংস্থান হবে, সেই সঙ্গে অপরাধীদের গরু চোরাচালানের জন্য বেড়া কাটা কঠিন হবে। এতে অন্যান্য অপরাধও কমবে।


বিএসএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ভারতের বার্তা সংস্থা পিটিআই জানায়, গত ২ নভেম্বর নদীয়া জেলায় সীমান্তের বেড়ায় মৌচাক স্থাপন করা হয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২ হাজার ২১৭ কিলোমিটার।


ভারতের প্রথাগত চিকিৎসাপদ্ধতি নিয়ে কাজ করা 'আয়ুষ মন্ত্রণালয়'-এর উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বিএসএফ। এই কাজে বিএসএফকে মৌচাক সরবরাহের কাজটিও করেছে আয়ুষ মন্ত্রণালয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us