আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য আনতে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স (টুইটার) অব্যবহৃত অ্যাকাউন্ট ও ইউজারনেম বিক্রির উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে সর্বোচ্চ ৫০ হাজার ডলারে এমন অ্যাকাউন্ট বিক্রি হয়েছে বলে ফোর্বস ম্যাগাজিন এক প্রতিবেদনে তথ্য দিয়েছে।
এক্সের অভ্যন্তরে এক দল কর্মী @Handle নামে অব্যবহৃত ইউজারনেম বিক্রির জন্য বাজার তৈরি করেছে। বেশ কিছু ক্ষেত্রে এসব অ্যাকাউন্ট ও ইউজারনেমের ক্রেতাদের কাছে ইমেইলে ৫০ হাজার ডলার পর্যন্ত দাম প্রস্তাব করা হয়েছে।