অ্যাকাউন্টের নিরাপত্তা আরও বাড়াতে ই-মেইল ঠিকানা যোগ করতে কাজ শুরু করেছে মেটার তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। এখন অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণের ব্যবহারকারীরা সুবিধাটি পরখ করার সুযোগ পাচ্ছেন। হোয়াটসঅ্যাপের বিভিন্ন ধরনের সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো এ তথ্য জানিয়েছে।
ডব্লিউএবেটা ইনফোর তথ্য অনুসারে, অ্যান্ড্রয়েড ২.২৩.২৪.১০-এ হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ ইনস্টল করলে ব্যবহারকারীরা ই-মেইল ঠিকানা খুঁজে পাবেন। বাড়তি নিরাপত্তা দিতে ব্যবহারকারীরা ই-মেইল অ্যাড্রেস নামের বাটন চেপে ই-মেইল ঠিকানা যোগ করতে পারবেন। এটি খুঁজে পেতে হোয়াটসঅ্যাপ সেটিংস থেকে অ্যাকাউন্টে যেতে হবে। সেখানে ই-মেইল অ্যাড্রেসে গিয়ে ই-মেইল ঠিকানা যোগ করতে হবে। হোয়াটসঅ্যাপে ই-মেইল ঠিকানা যোগ করার সুবিধাটি ঐচ্ছিক। ব্যবহারকারী চাইলে ই-মেইল ঠিকানা যোগ করতে পারবেন। এ সুবিধা চালু করলে অন্য যন্ত্রে হোয়াটসঅ্যাপ চালু করতে ই-মেইল নিশ্চিত করতে হবে। তবে এখন যে এসএমএস ভেরিফিকেশন ব্যবহৃত হয়, সেটিও চালু থাকবে।