নিয়মিত জিমে গিয়েও ওজন ঝরাতে পারছেন না? কলকাঠি নাড়ছে ভিটামিন ডি

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৩, ১৫:৪০

হাড়, দাঁতের স্বাস্থ্য ভাল রাখতে একটা বয়সের পর প্রয়োজন বুঝে ভিটামিন ডি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে শুধু হাড় বা দাঁতের জন্য নয়, শারীরবৃত্তীয় নানা কাজের জন্য প্রয়োজন এই উপাদান। ক্যালশিয়াম এবং ফসফরাসের মতো খনিজ শোষণ করতেও সাহায্য করে এই ভিটামিন। শরীরের জন্য অপরিহার্য ভিটামিন ডি, স্বাভাবিক ভাবে শরীরেই তৈরি হওয়ার কথা। তবে বয়সজনিত বা শারীরিক কোনও সমস্যার কারণে যদি পর্যাপ্ত ভিটামিন তৈরি না হয়, সে ক্ষেত্রে আলাদা করে ওষুধ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরাই। কিন্তু শরীরে যে ভিটামিন ডি তৈরি হচ্ছে না, তা পরীক্ষা না করিয়ে বুঝবেন কী করে?


১) ঘন ঘন অসুস্থ হয়ে পড়া


আবহাওয়ায় শীতের আমেজ পড়তে না পড়তেই সর্দি-কাশি-হাঁচি খেলা দেখাতে শুরু করেছে? ভিটামিন ডি-র অভাব হলে এই ধরনের সমস্যা দেখা যায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে ভিটামিন ডি-র ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। মরসুমি ফ্লু, সর্দি-কাশি, ঠান্ডা লাগা থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে ভিটামিন ডি।


২) সারা গায়ে ব্যথা


সাধারণত কোমর, হাঁটু বা পায়ের নির্দিষ্ট কোনও অংশে ব্যথা হলে, তা নিয়ে হাড় এবং দেহের বিভিন্ন পেশিতে ব্যথা, অস্থিসন্ধির সমস্যা কিংবা মেরুদণ্ডে দীর্ঘস্থায়ী ব্যথা দেখা দিলে ভিটামিন ডি-র মাত্রা পরীক্ষা করে দেখে নেওয়া ভাল।


৩) মুখগহ্বরের রোগ


নিয়মিত দাঁত মাজা কিংবা মাউথওয়াশ ব্যবহার করার পরেও মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত ক্ষয়ে যাওয়ার মতো সমস্যা নির্মূল করা যাচ্ছে না। চিকিৎসকেরা বলছেন, রক্তে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে এই ধরনের সমস্যা হওয়া খুব স্বাভাবিক। কারণ, রক্তে এই ভিটমিনের অভাব হলে ক্যালশিয়াম শোষণ করা কঠিন হয়ে যায়। ফলে হাড়, দাঁতের স্বাস্থ্য খারাপ হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us