সামাজিক মাধ্যম বটে, তবে এতে নেই ‘চেক ইন’ দেওয়া, থিম পার্ক বা টুরিস্ট স্পটে বেড়ানোর পর গাদাখানেক ছবি আপলোড করা বা নানারকম ফিল্টার ব্যবহার করে সেলফিকে নানা ঢংয়ে পোস্ট করার মতো বিষয়। নেহাতই পেশাজীবী লোকজন তাদের পেশাজীবনের বিষয়আসয় নিয়ে পেশাদারী যোগাযোগ করেন লিংকডইনে। এই আপাত রসকষহীন এই সামাজিক মাধ্যমটিই সম্প্রতি পেরিয়েছে শতকোটি গ্রাহক অর্জনের মাইলফলক।
বিশাল এই অর্জনের পাশাপাশি মাইক্রোসফট মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি প্রিমিয়াম গ্রাহকদের জন্য আরও বেশি এআই ফিচার সংযুক্ত করার কথাও জানিয়েছে।
লিংকডইনে গ্রাহকরা তাদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতাকে জীবন বৃত্তান্তের আদলে প্রকাশ করেন। শতকোটি গ্রাহক অর্জনের মাধ্যমে এটি সামাজিক মাধ্যম জায়ান্ট মেটার মতো প্রথম সারির প্লাটফর্ম হিসাবে নিজের অবস্থান পোক্ত করল – উঠে এসেছে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে।